ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র বানাবে

প্রকাশিত: ০৪:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮

মিয়ানমার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র বানাবে

অনলাইন ডেস্ক ॥ পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে মিয়ানমার। এই আশ্রয়কেন্দ্রে আপাতত ৩০ হাজার রোহিঙ্গাকে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হবে। সোমবার (১৫ জানুয়ারি ) মিয়ানমারের সরকার-নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোব্যাল নিউ লাইট ফর মিয়ানমার এ খবর দিয়েছে । মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের অব্যাহত সহিংসতা ও জাতিগত নির্মূল অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে আসা প্রায় ৭ লাখের মতো রোহিঙ্গা। এদের ফেরত নেয়ার খুঁটিনাটি ঠিক করতে মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেইপিদোতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরপরই এই খবর প্রচার করে গ্লোব্যাল নিউ লাইট ফর মিয়ানমার। সোমবারের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিতাড়িত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে গত ২৩ নবেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মপন্থা ও খুঁটিনাটি ঠিক করা। গ্লোব্যাল নিউ লাইট ফর মিয়ানমার-এর খবরে আরও বলা হয়, রাখাইন রাজ্যের উত্তরাংশের হ্লা পো খাউং এলাকায় ফিরিয়ে নেয়া রোহিঙ্গাদের রাখা হবে। সেখানে তাদের জন্য অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে।এটি হবে একান্তভাবেই একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ট্রানজিশন ক্যাম্প। রোহিঙ্গারা নিজেদের নিজ নিজ বাড়িঘরে ফিরে যাবার আগে এই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকবে। পত্রিকাটির ভাষায়, যেসব লোককে ‘পদ্ধতিগতভাবে ফিরিয়ে নেওয়ার জন্য গ্রহণ করা হবে’ তাদেরকেই এই ক্যাম্পে রাখা হবে।
×