ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে কলেজ অব ফিজিসিয়ানস বিল পাস

প্রকাশিত: ০৪:০৮, ১০ জানুয়ারি ২০১৮

সংসদে কলেজ অব ফিজিসিয়ানস বিল পাস

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এ্যান্ড সার্জনস বিল-২০১৭ বুধবার জাতীয় সংসদে কন্ঠভোটে পাস হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কন্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দলের কয়েকজন সদস্য’র আনা জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া প্রতিষ্ঠান নিয়েই আজ আইন করতে যাচ্ছি। চার বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বেসরকারি হাসপাতালগুলো উন্নত করার চেষ্টা করছি। যেসব বেসরকারি হাসপাতালের নিজস্ব ক্যাম্পাস, পাঠাগার, শিক্ষক নেই- সেসব প্রতিষ্ঠানের ছাত্র নিয়োগ বন্ধ করে দিয়েছি। একমাত্র মেডিকেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। একমাত্র সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১২ জানুয়ারিতে মেডিকেল শিক্ষার্থীরা নতুন বর্ষের প্রথম ক্লাশে অংশগ্রহণ করেন। অনেক চাপ আসে, কিন্তু আমি কারও কাছে মাথানত করিনি। সেবা প্রতিষ্ঠান মেডিকেল কলেজকে কোনভাবেই আমি বাণিজ্যিকভাবে ব্যবহার হতে দেব না। এই সংস্কার কাজ চালাতে তিনি সকল সংসদ সদস্যসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন। বিলটির কারণ উদ্দেশ্য সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এ্যান্ড সার্জনস আইন জারি করা প্রয়োজন। এই আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবে। সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক কারণে আইনটি জারি করা প্রয়োজন বিধায় বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়েছে।
×