ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের ২৯তম আসর শুরু হচ্ছে বুধবার

প্রকাশিত: ০০:৪৮, ১৭ ডিসেম্বর ২০১৭

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের ২৯তম আসর শুরু হচ্ছে বুধবার

অনলাইন রিপোর্টার ॥ নতুন প্রজন্মের সামনে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে ঢাকায় বসছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের ২৯তম আসর। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে বুধবার সন্ধ্যায় শুরু হবে উৎসব। রবিবার সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংস্থার সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজেদ আকবর। উদ্বোধনী আসরে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। এ অনুষ্ঠানে সম্মাননা জানানো আরেক চিত্রশিল্পী হাশেম খানকে। উদ্বোধনী আলোচনার পর থাকবে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক ‘রথযাত্রা’। উৎসবের দ্বিতীয় দিন মীনু হকের পরিবেশনায় পল্লবী ড্যান্স সেন্টার পরিবেশন করবে নৃত্যালেখ্য ‘বিস্ময়ে জাগে প্রাণ’। তৃতীয় দিন সম্মাননা জানানো হবে বংশীবাদক গাজী আবদুল হাকিম ও যন্ত্রসঙ্গীত শিল্পী দৌলতুর রহমানকে। এদিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজেয় শ্যাম। শনিবার উৎসবের চতুর্থ ও শেষ দিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ভারতের শিল্পী শ্রাবণী সেন, সুদেষ্ণা স্যান্যাল রুদ্র ও বিশ্বরূপ রুদ্র। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক, নায়করাজ রাজ্জাক, সংগীতজ্ঞ সুধীন দাশ, অধ্যাপক-গবেষক করুণাময় গোস্বামী, শিল্পী আবদুল জব্বার, আবৃত্তিশিল্পী কাজী আরিফ, কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী, শিল্পী লাকী আখন্দ, অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, নৃত্যজন রাহিজা খানম ঝুনুকে। আঁলিয়স ফ্রঁসেজে শুরু হচ্ছে শিল্প প্রদর্শনী ‘কোড অব কন্ডাক্ট’ ৩৯টি শিল্পকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে মঙ্গলবার শুরু হচ্ছে শিল্পী হাসানুর রহমানের একক প্রদর্শনী। মঙ্গলবার বিকালে ‘কোড অফ কনডাক্ট’ শিরোনামের প্রদর্শনীটি উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। হাসানুর রহমান জানিয়েছেন, রাষ্ট্র যখন তার নাগরিকের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তখন অধিকারবঞ্চিত মানুষের পক্ষে কথা বলছেন তিনি, কটাক্ষ করেছেন সমাজপতিদের। তার শিল্পকর্মে উঠে এসেছে যুদ্ধবিগ্রহ আর মৌলবাদের নৃশংসতার চিত্র। নেতিবাচক ভাবনার বিপরীতে তিনি আবার আবেগ-অনুভূতি ও সহমর্মিতার কথাও তুলে এনেছেন তার শিল্পকর্মে। জলবায়ু নিয়ে সচেতনতার কথাও তিনি বলতে চান।
×