ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিবাসন আইন সংস্কার কত জরুরি, হামলাই প্রমাণ ॥ ট্রাম্প

প্রকাশিত: ১৯:২৬, ১২ ডিসেম্বর ২০১৭

অভিবাসন আইন সংস্কার কত জরুরি, হামলাই প্রমাণ ॥ ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র কংগ্রেসের জন্য অভিবাসন আইন সংস্কার করা ‘কতটা জরুরি’- নিউ ইয়র্কে বোমা হামলার ঘটনা সেটাই দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কে বোমা হামলার ওই ঘটনায় আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে দায়ী করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে অফিসযাত্রীদের ভিড়ের সময়ে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল ও টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনের মধ্যবর্তী টানেলে ঘরে তৈরি বোমায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন ওই যুবক। ওই ঘটনায় হামলাকারীর পাশাপাশি তিন পুলিশ সদস্যও আহত হন বলে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ওই যুবক। ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই নীতি পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত অভিবাসন আইন সংস্কার করা। ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
×