ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে অ্যাম্বুল্যান্সে পুড়ে মরলেন ৩ জন

প্রকাশিত: ২৩:৪০, ৮ ডিসেম্বর ২০১৭

ভারতে অ্যাম্বুল্যান্সে পুড়ে মরলেন ৩ জন

অনলাইন ডেস্ক ॥ ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে পুড়ে মৃত্যু হল অ্যাম্বুল্যান্সের চালক-সহ তিন জনের। এক জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ৬ কিলোমিটার দূরে মথুরাপুরে। পুলিশ সূত্রে খবর, এ দিন বহরমপুর গীতারাম মেডিক্যাল হাসপাতাল থেকে ওই অ্যাম্বুল্যান্সে করে চালক-সহ ৪ জন সাইদাপুরে একটি মেডিক্যাল ক্যাম্পে যাচ্ছিলেন। রঘুনাথগঞ্জে ঢোকার আগে মথুরাপুরে রাস্তায় মেরামতির কাজ চলছিল। ফলে রাস্তার উল্টোদিকের লেন ধরে অ্যাম্বুল্যান্সটি। ওই লেন ধরেই একটি লরি যাচ্ছিল। সেই লরিটিকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি পড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গেই সঙ্গেই আগুন ধরে যায় অ্যাম্বুল্যান্সটিতে। ফলে গা়ড়ির ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগ পাননি। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু’জন পুরুষ ও এক জন মহিলার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতদের মধ্যে রয়েছেন চালক, এক ডাক্তার ও নার্স। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কোনও রকমে এক মহিলাকে উদ্ধার করেন। তাঁর নাম লীলা সাহা। উদ্ধার হওয়া মহিলার শরীরের বেশির ভাগটাই পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে, তার পর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভায়। অগ্নিদগ্ধ দেহগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : আন্দবাজার পত্রিকা
×