ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা

প্রকাশিত: ১৯:৫২, ৭ ডিসেম্বর ২০১৭

আফগানিস্তানে তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা

অনলাইন ডেস্ক ॥ উত্তর আফগানিস্তানের ফেরিয়াব প্রদেশের বিলছাড়াগ জেলায় তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা হয়েছে। এতে ছয় জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সেনা মুখপাত্র নাসরাতউল্লাহ জামসিদি সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছে। এর আগে, গত সপ্তাহে আফগানিস্তানে পুলিশ ভ্যানে তালিবান হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়। এর প্রেক্ষিতে আইএস জঙ্গি ঘাঁটি নির্মূল করতে আফগানিস্তানে অভিযান চালছে। আফগান সেনা জানিয়েছে, নানগারহর প্রদেশে আইএস অধ্যুষিত খোগ্যানি এবং আচিন জেলার ওয়াজির টাঙ্গরিতে দুটি পৃথক বিমান হামলা চালায় সেনাবাহিনী। সম্প্রতি, আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত হয় ও কমপক্ষে ১৬ জন আহত হন। ঘটনাটি ঘটে আফগানিস্তানের সেন্ট্রাল লোগার প্রদেশে। বিমান হামলায় ১১ জনের মারা যাওয়ার খবর স্বীকার করেছে স্থানীয় প্রশাসন।
×