ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার হারিরির

প্রকাশিত: ১৯:৫৫, ৬ ডিসেম্বর ২০১৭

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার হারিরির

অনলাইন ডেস্ক ॥ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার লেবাননের মন্ত্রিসভা এ খবর নিশ্চিত করেছে। পদত্যাগপত্র প্রত্যাহার করায় মন্ত্রিসভার সদস্যরা হারিরিকে ধন্যবাদ জানান। এ বিষয়ে লেবাননের মন্ত্রিসভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে যে, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের স্বার্থে যেকোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ অথবা আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে।’ গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় লেবাননের প্রেসিডেন্ট দাবি করেছিলেন, হারিরিকে সৌদি আটকে রেখেছে এবং তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যস্থতায় দেশে ফিরেন হারিরি। পদত্যাগের সময় হারিরি অভিযোগ করেছিলেন যে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। হিজবুল্লাহর অবৈধ রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই তিনি পদত্যাগে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে লেবাননের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান হারিরি। এর পরই মঙ্গলবার তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
×