ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে ১১৯ ওভারে ৪১০ রানের টার্গেট রাখল ভারত

প্রকাশিত: ০০:১৪, ৫ ডিসেম্বর ২০১৭

শ্রীলঙ্কাকে ১১৯ ওভারে ৪১০ রানের টার্গেট রাখল ভারত

অনলাইন ডেস্ক ॥ দিল্লী টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৬ রান করে শ্রীলঙ্ককাকে জেতার জন্য ৪১০ রানের টার্গেট রাখলো ভারত। এই রান করতে শ্রীলঙ্কা আজ ২৯ ওভার এবং আগামীকাল শেষ দিনে ৯০ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এই টেস্টে ভারত ৫৩৬/৭ প্রথম ইনিংস ঘোষনা দেয়। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৭৩ রান। ভারতের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন পূজারা ৪৯, শিখর ধায়ান ৬৯, কোহালি ৫০ রানে আউট হয়। রোহিত ৫০ রানে অপরাজিত থাকেন। প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে ভারত। তৃতীয় টেস্ট জিতে ২-০ তে সিরিজ জিতে নেওয়া ভারতের লক্ষ্য হলে শ্রীলঙ্কার লক্ষ্য সিরিজে সমতায় ফেরা। দিল্লীতে দূষণ নিয়ে বার বার অসুন্থ হয়ে পড়ছে দুই দলের খেলোয়ারা। মাঠে বমি করেছেন লাকমল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×