ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতার জুতো কারখানায ভয়াবহ আগুন

প্রকাশিত: ১৯:১৪, ২৪ নভেম্বর ২০১৭

কলকাতার জুতো কারখানায ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক ॥ ভয়াবহ আগুন লাগল শহরের একটি জুতো তৈরির কারখানায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের সাতটি ইঞ্জিন। আজ শুক্রবার সকাল ১০টা নাগাদ ইএম বাইপাসের চৌবাগা এলাকায় ওই কারখানাটি থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দমকলে খবর দেন স্থানীয়েরা। ক্রমশ আগুন বিরাট আকার ধারণ করে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন বাগে আনার চেষ্টা করে দমকলের তিনটি ইঞ্জিন। পরে পৌঁছয় আরও চারটি। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। সেই থেকেই আগুন আরও বিরাট আকার নিয়েছে। কারখানার ভিতর থেকে গলগল করে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ওই কারখানার চারপাশে জনবসতি এবং অন্যান্য কারখানা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। পুলিশ জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×