ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় চীন

প্রকাশিত: ১৮:৩৯, ২৩ নভেম্বর ২০১৭

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় চীন

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে গড়তে চায় চীন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই চীন এটি করতে চায় বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ জেনারেল। দীর্ঘদিন ধরেই চীন ও মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। রোহিঙ্গা নিপীড়ন নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বিরুদ্ধে যখন আন্তর্জাতিক ব্যাপক সমালোচনা চলছে তখন ঘনিষ্ঠ মিত্রের পাশে দাঁড়িয়েছে চীন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী রোহিঙ্গা নিধন অভিযানে নামে। প্রাণে বাঁচতে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়েংর সঙ্গে বৈঠককালে চীনের সেনাপ্রধান লি জৌচেং বলেছেন, ‘জটিল ও পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনের মুখে চীন দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়।’ তিনি বলেছেন, চীনের উন্নয়ন ও সমৃদ্ধি মিয়ানমারের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।
×