ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে হাসপাতালে বেডের অভাব ॥ শিশুদের চিকিৎসা মেঝেতে

প্রকাশিত: ২২:০২, ২১ নভেম্বর ২০১৭

মেহেরপুরে হাসপাতালে বেডের অভাব ॥ শিশুদের চিকিৎসা মেঝেতে

সংবাদদাতা, মেহেরপুর ॥ আবহাওয়া পরিবর্তনের ফলে মেহেরপুরে নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। বেডের অভাবে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে এসব শিশুদের। ঋতু পরিবর্তনের ফলে শীতের আমেজ বিরাজ করছে মেহেরপুরে। আবহাওয়া পরিবর্তনের ফলে র নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ১’শ বেডের হাসপাতালে আড়াই’শ থেকে তিন’শ রোগি ভর্তি থাকছে প্রায় দিনই। যার বেশিরভাগই নিউমোনিয়া ও ব্রংকিওলাইটিস রোগে আক্রান্ত। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে বেডের অভাবে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ওষুধ সংকট থাকায় হাসপাতালের বাইরে গিয়ে ওষুধ কিনতে হচ্ছে ভুক্তভোগিদের। মেহেরপুর জেনারেল হাসপাতালকে আড়াই’শ বেডে উন্নিত করা হলেও বাড়ানো হয় নি শয্যা সংখ্যা। গত এক সপ্তাহে প্রায় ৫ শতাধিক রোগি চিকিৎসা নিয়েছে। মেহেরপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া থেকে আসা হাফেজা খাতুনের মতো আরো অনেক রোগি জানান, হাসপাতালে বেডের অভাবে শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়। ফলে নোংরা পরিবেশে চিকিৎসা নেওয়ায় শিশুদের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে মায়েরাও। মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি মন্ডল জানান, হাসপাতালে যেসব রোগি ভর্তি হচ্ছে তার বেশিরভাগ নিউমোনিয়া ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত।
×