ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালকিনিতে মৃত্ পিতাকে জীবিত দেখিয়ে মেয়ের জমি দলিল

প্রকাশিত: ২২:১২, ১৮ নভেম্বর ২০১৭

কালকিনিতে মৃত্ পিতাকে জীবিত দেখিয়ে মেয়ের জমি দলিল

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে নিজাম হাওলাদার নামের এক মৃত্যু পিতাকে জীবিত দেখিয়ে তার মেয়ে মুহরী এসএম সোহেলের মাধ্যমে ও সাবরেজিষ্ট্রার কর্মকর্তার যোগসাজসে জমি দলিল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ঘটনা ফাঁস হয়ে গেলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এ বিষয় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকা ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার চরবিভাগদী গ্রামের নেরালউদ্দিন হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার গত ১৫-১০-২০১৭ইং তারিখে মাড়া যান। কিন্তু ওই মৃত্যু ব্যাক্তির মেয়ে হালিমা আফরোজ গৃহিতা হয়ে গত ৯-১১-১৭ইং তারিখে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে বসে এক অজ্ঞাত ব্যাক্তিকে জীবিত ভুয়া বাবা সাজিয়ে মুহরী এসএম সোহেলের সহযোগীতায় ও ভারপ্রাপ্ত সাবরেজিষ্ট্রার কর্মকর্তা সর্মিলা আহম্মেদ সম্পার যোগসাজসে ওই মৃত্যু ব্যাক্তির বাড়ির ১ শতাংশ জমি দলিল কার্যক্রম সম্পন্ন করা হয়। এ বিষয়টি হঠাৎ করে এলাকাবাসীর মাঝে ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এদিকে ওই জমি ফেরতের দাবিতে মৃত্যু নিজাম হাওলাদারের বড় ছেলে জাকির হাওলাদার একটি প্রতারনা মামলার প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগে জানাযায়। তবে ঘটনার পর থেকেই ওই প্রতারক গৃহিতা মেয়ে হালিমা আফরোজ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন বলে অভিযোগে জানাযায়। অভিযুক্ত মুহরী এসএম সোহেল বলেন, মৃত্যু ব্যাক্তির মেয়ে গৃহিতা হালিমা আফরোজ যে ভাবে বলেছেন ঠিক আমি সেই ভাবেই দলিল লিখেছি। আমি তো কাউকে চিনিনা। গৃহিতা হালিমা আফরোজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সাবরেজিষ্ট্রার কর্মকর্তা সর্মিলা আহম্মেদ সম্পা বলেন, দলিল হওয়ার পরে বিষয়টি আমি জেনেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, এ বিষয়টির মুল অপরাধী হচ্ছে মুহরী সোহল। তবে আমি এ বিষয় উপজেলা ও জেলা সাবরেজিষ্ট্রার কর্মকর্তার সঙ্গে আলাপ করব।
×