ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কা ১ম টেস্ট ॥ ১১.৫ ওভারের খেলায় ১৭ রান ৩ উইকেট

প্রকাশিত: ০১:০৩, ১৬ নভেম্বর ২০১৭

ভারত-শ্রীলঙ্কা ১ম টেস্ট ॥ ১১.৫ ওভারের খেলায় ১৭ রান ৩ উইকেট

অনলাইন ডেস্ক ॥ আজ কলকাতার ইডেনে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে টসে জিতে প্রথম ফিল্ডিং নিয়ে শ্রীলঙ্কার লাকমল চমক দেখিয়েছেন ।১১.৫ ওভার খেলায় ভারত ১৭ রান করতে হারিয়েছে ৩ উইকেট। ইনিংসে মোট ৬ ওভার বল করেছেন লাকমল । ছয়টি ওভারে কোন রান না দিয়ে তিনটি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই বোলার। এর মধ্যে রাহুলকে ম্যাচের প্রথম বলেই আউট করেছেন শূন্য রানে। আজকে দিনের জন্য খেলা বন্ধ হওয়ার আগের ওভারে অথাৎ ১১ তম ওভারের প্রথম বলে শূন্য রানে ফিরিয়েছেন কোহালিকে। এর আগে ৮ রানে আউট করেন শিখর ধবনকে । বৃষ্টির জন্য লাঞ্চ বিরতির এক ঘন্টা পর খেলা শুরু হলে দুই বার খেলা বন্ধ হয়ে যায় আলোর স্বল্পতার জন্য। আগামীকাল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হবে। এবং নির্ধারিত সমেয়ের ৩০ মিনিট পর খেলা শেষ হবে। এখন দেখোর বিষয় আগামীকাল কি আজকের মত আলোর স্বল্পতার জন্য খেলা বন্ধ হয় কি না বা লাকমল চমক চলতেই থাকবে। ভারতের পক্ষে এখন ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারা ৮ রানে ও অজিঙ্কা রাহানে শূন্য রানে। ভারত: শিখর ধবন, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ সামি শ্রীলঙ্কা: দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাউইক্রামা, লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেল ম্যাথুজ, দীনেশ চণ্ডিমল, নিরোশন ডিকবেলা, দাসান শানাকা, দিলরুওয়ানা পেরেরা, রঙ্গনা হেরথ, সুরঙ্গ লাকমল, লাহিরু গামাগে
×