ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ও জার্মানির ড্র, বাজে হার আর্জেন্টিনার

প্রকাশিত: ০৬:২৫, ১৬ নভেম্বর ২০১৭

ব্রাজিল ও জার্মানির ড্র, বাজে হার আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। যে কারণে প্রতিদ্বন্দ্বী প্রায় সব দেশই সুযোগ পেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। মঙ্গলবার রাতে যেমন ফুটবলের পরাশক্তি দেশগুলো মাঠে নেমেছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। যেখানে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জয় পায়নি আর্জেন্টিনাও। জয় দূরে থাক, অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে নাইজিরিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টিনা। দুই গোলে এগিয়ে যেয়েও চার গোল হজম করেছে দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা। হাইভোল্টেজ ম্যাচ মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আগামী বিশ্বকাপের আয়োজক রাশিয়া ৩-৩ গোলে রুখে দিয়েছে স্পেনকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপের টিকেট না পাওয়া যুক্তরাষ্ট্র। অন্যান্য ম্যাচে বেলজিয়াম ১-০ গোলে জাপানকে, অস্ট্রিয়া ২-১ গোলে উরুগুয়েকে, হল্যান্ড ৩-০ গোলে রোমানিয়াকে ও কলম্বিয়া ৪-০ গোলে হারিয়েছে চীনকে। সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার সুপার পাওয়ার দক্ষিণ কোরিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল বেশ আধিপত্য বিস্তার করে খেলে। যদিও এ সময় একটি গোলও আদায় করতে পারেনি তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়রা দ্বিতীয়ার্ধের শুরুতেও এ ধারাবাহিকতা বজায় রাখে। দারুণ একটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। ব্রাজিল অধিনায়ক দানি আলভেসের চমৎকার শট দারুণভাবে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। নেইমারের পাস থেকে পাওয়া বলটি নিয়ে গোলমুখে গিয়েও সুযোগটি কাজে লাগাতে পারেননি। ৭৫ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। বদলি খেলোয়াড় ফার্নান্ডিনহোর শট পোস্টে লেগে ফিরে আসে। আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে দুই দল ২৭টি ম্যাচে মুখোমুখি হয়। ব্রাজিল ১১টি ও ইংল্যান্ড চারটি ম্যাচ জিতেছে। আর ১২টি ম্যাচ ড্র হয়। জিততে না পারলেও দলের খেলায় সন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে দলটির কোচ টিটে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন। ইতালির ব্যর্থতা থেকে তিনি শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ক্রসনাধার স্টেডিয়ামে নাইজিরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। মেসিকে ছাড়া এ ম্যাচে আর্জেন্টিনার শুরুটাও বেশ ভাল হয়। ২৭ মিনিটে এভার বানেগার গোলে এগিয়ে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করতেও খুব একটা সময় লাগেনি। ৩৬ মিনিটে সার্জিও এ্যাগুয়েরোর দারুণ গোলে ব্যবধান ২-০ করে ফেলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোল খাওয়ার পরই নাইজিরিয়া ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনার ওপর। ফলও পায় তারা। ৪৪ মিনিটে কেলেচি ইহিয়েনাচোর ফ্রিকিক থেকে পাওয়া গোলে ব্যবধান ২-১ করে দলটি। বিরতির পর শুরুতেই আরেকটি গোলের দেখা পায় আফ্রিকার সুপার ঈগলরা। ৫২ মিনিটে আলেক্স আইওবির গোলে ম্যাচে ২-২-এ সমতা ফেরে। ঠিক দুই মিনিট পর আর্জেন্টিনার জালে তৃতীয়বার বল পাঠান ব্রিয়ান ইডোউ। ৭৩ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন আলেক্স আইওবি। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। মাত্র ২৪ বছর বয়সেই বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন রোমেলু লুকাকু। জাপানকে ১-০ গোলে হারানোর ম্যাচে গোল করে এককভাবে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন তিনি। গোলশূন্য প্রথমার্ধের পর জয়সূচক গোলের জন্য ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বেলজিয়ামকে। সেন্ট পিটার্সবাগে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক ও ডিফেন্ডার সার্জিও রামোস। অপর গোলটি করেন জর্ডি আলবা। অন্যদিকে রাশিয়ার হয়ে ফেডর সমোলোভ করেন জোড়া গোল। অন্যদিকে এ্যালেক্সি মিরনচোক করেন একটি গোল। আরেক ম্যাচে হারতে হারতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইনজুরি সময়ের গোলে ফ্রান্সের সঙ্গে ড্র ইউরোপের পাওয়ার হাউসরা। এই ড্রয়ের ফলে টানা ২১ ম্যাচ অপরাজিত রইল জার্মানি। ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন আর্সেনাল তারকা আলেকজান্ডার লাকাজেটে। অন্যদিকে জার্মানির হয়ে টিমো ওয়ার্নার ও লার্স স্টিন্ডল একটি করে গোল করেন। এই ড্রয়ের গর্ব করার মতো রেকর্ড নিয়ে বছর শেষ করতে যাচ্ছে জার্মানি। ২০১৭ সালে একটি ম্যাচেও হারের মুখ দেখেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ গত বছরের ইউরো চ্যাম্পিয়নশিটে হারের ‘স্বাদ’ পায় জার্মানি। সেবার প্রতিপক্ষ ছিল এই ফ্রান্সই।
×