ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত নারী গ্রেফতার

প্রকাশিত: ০৩:১১, ১৪ নভেম্বর ২০১৭

সিরাজদিখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে মৃতুদন্ডপ্রাপ্ত আসামী গৃহবধু লুৎফা বেগমকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কমলপুর গ্রামে স্বামীর বাড়িরে অভিযান চালিয়ে মৃতুদন্ডপ্রাপ্ত লুৎফা বেগমক গ্রেফতার করা হয়। তার স্বামীর নাম নাজিম উদ্দিন। লুৎফার বিরুদ্ধে তার ভাইয়ের বউকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগে আদালত মৃত্যুদন্ডাদেশ দেয়। এর পর থেকে লুৎফা পালিয়ে বেড়াচ্ছিল। এছাড়া আরও ছয় জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়। মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতল আসামী ইউসুফ শেখ গ্রেফতার হয়েছে। সে চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের আব্দুল রহমানের পুত্র। এছাড়া বিভিন্ন মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী নুরুল খা (৩২), রাজিব হোসেন (২৫), মো. আমান (২৫), সুমন মিয়া (১৮) ও ইদ্রিস আলীকে (২৬) গ্রেফতার করা হয়। তাদের সকলের বাড়িই চিত্রকোট ইউনিয়নে। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
×