ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বরিশালে অগ্নিকান্ডে সাত দোকান ভস্মিভূত

প্রকাশিত: ০২:১৫, ১৩ নভেম্বর ২০১৭

বরিশালে অগ্নিকান্ডে সাত দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর বন্দর বাজারে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে যুবলীগের অস্থায়ী কার্যালয়সহ সাত দোকানঘর সম্পূর্ণ ভূস্মিভূত হয়েছে। খবর পেয়ে উজিরপুর, বরিশাল ও গৌরনদীর দমকল ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে পৌর কাউন্সিলর রিপন মোল্লা, স্থানীয় ব্যবসায়ী অসীম দাস, বরুন চ্যাটার্জীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। জানা গেছে, সোমবার দুপুর দেড় টার দিকে বাবুল খলিফার লেপ তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কবির সরদারের ডায়মন্ড সু-হাউস, সালাম হাওলাদারের হাওলাদারের ক্রোকারাইজ এন্ড কসমেটিক্স, বিমল কুন্ডুর নারায়ন মেডিকেল হল, পল্লী চিকিৎসক কাজল ঘোষের দেবকুমার দাস গুপ্ত হোমিও হল, উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়, ধলু কর্মকার ও নারায়ন কর্মকারের স্বর্ণের দোকান ভস্মিভূত হয়। উজিরপুর বন্দর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
×