ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ০২:০১, ১৩ নভেম্বর ২০১৭

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

জনকণ্ঠ রিপোর্ট ॥ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালনয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচএম মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সোমবার 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬' এর ১০(১) ধারা অনুসারে আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দান করেছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে এর আগেও এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। গত ১২ আগস্ট মেয়াদ শেষ হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে বিদায় নেন অধ্যাপক ড. মোহিত উল আলম। এরপর থেকে এ বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ চালিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এর আগে এক আদেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরই অভিযোগ ওঠে, তিনি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া শুরু করেছেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শিক্ষকদের অভিযোগ, ট্রেজারার শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হয়ে বেআইনিভাবে প্রশাসনে ব্যাপক রদবদলও করেছেন।
×