ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারীদের ফিট থাকতে ঘর মুছতে হবে ॥ রাজস্থান শিক্ষা দফতর

প্রকাশিত: ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০১৭

নারীদের ফিট থাকতে ঘর মুছতে হবে ॥ রাজস্থান শিক্ষা দফতর

অনলাইন ডেস্ক ॥ ভারতে রাজস্থান সরকারের শিক্ষা দফতরের মাসিক ম্যাগাজিন ‘শিবিরা’-তে নারীদের ফিট থাকার জন্য ‘দাওয়াই’ বাতলানো হয়েছে। বলা হয়েছে, ভোরে হাঁটা, দৌড়নো, সাইকেল চালানো, ঘোড়ায় চড়াসহ মেয়েদের পর্যাপ্ত পরিমাণে ‘গৃহস্থালীর কাজকর্ম’ করতে হবে। তার মধ্যে চাকি পিষা, গাছে জল দেয়াসহ ঘরের মেঝে মোছার কথাও বলা হয়েছে। নারীদের ফিট থাকতে ম্যাগাজিনে প্রকাশিত গৃহস্থালীর কাজকর্ম বাড়ানোর পরামর্শ দেওয়ায় সরব হয়েছেন দেশটির নারী অধিকার রক্ষা কর্মীরা। তারা বলছেন, নারীদের বাঁধন থেকে মুক্ত করতে যে উদ্যোগ শুরু হয়েছে রাজস্থানের শিক্ষা দফতরের প্রকাশিত পত্রিকার এ প্রবন্ধটি অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছে। মাসিক শিবিরা নামের পত্রিকাটির ৫২ পাতার নভেম্বর সংখ্যায় একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে ১৪ পাতা জুড়ে। ‘ফিট থাকার সহজ উপায় কী কী’ শিরোনামে ঐ প্রবন্ধে মদ্যপান করতে বারণ করা হয়েছে। নামোল্লেখ করে বলা হয়েছে, কোকা কোলা ও পেপসির মতো ব্র্যান্ডের ঠান্ডা পানীয় খেলে শরীর ফিট রাখা খুব মুশকিল। নারীদের ফিট থাকার সহজ উপায়গুলোর মধ্যে ভোরে হাঁটা, দৌড়নো, সাইকেল চালানো, ঘোড়ায় চড়া ও পর্যাপ্ত পরিমাণে গৃহস্থালীর কাজকর্ম করতে পরামর্শ দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার বিষয়ে খুব সাধারণ খাবার থেকে বলা হয়েছে। রাজস্থানের শিক্ষা দফতর থেকে প্রকাশিত ঐ প্রবন্ধটি নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছেন দেশটির নারী অধিকার রক্ষা কর্মীরা। ‘পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ’-এর জাতীয় সম্পাদক কবিতা শ্রীবাস্তব বলেছেন, ‘এটা খুবই লজ্জার, মহিলাদের যে বেড়ি-বাঁধন থেকে মুক্ত করার জন্য উত্তরোত্তর শিক্ষার আলোকে আলোকিত করার উদ্যোগ শুরু হয়েছে, রাজস্থানের শিক্ষা দফতরের প্রকাশিত পত্রিকার ওই প্রবন্ধটি সেই অন্ধকারের দিকেই মেয়েদের ঠেলে দিতে চেয়েছে।’ সূত্র : আনন্দবাজার।
×