ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে ভুয়া সেনাসদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৩:১১, ১২ নভেম্বর ২০১৭

ঢাকা থেকে ভুয়া সেনাসদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার তেজগাঁও থেকে ভুয়া ক্যাপ্টেন পরিচয়ধারী সেনাবাহিনীর পলাতক ও চাকুরিচ্যুত সদস্য প্রতারক জাহিদ হাসান (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে সেনাবহিনীর কর্পোরাল র‌্যাংক ব্যাজ যুক্ত এক সেট ইউনিফর্ম, এক জোড়া বুট, সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগ, প্যারাকমান্ডো ব্যাটালিয়নের একটি ভুয়া সনদপত্র উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টায় এগারোটায় রাজধানীর তেজগাঁওয়ের ১৮/এ কুনিপাড়া এলাকার পাচঁ তলা ভবন থেকে গ্রেফতার করা হয়। রবিবার সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জসিম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। গ্রেফতারকৃত প্রতারক জাহিদ হাসান রাজবাড়ি জেলার পাংশা থানার বাহাদুরপুর মোল্লা বাড়ির মো: রফিকুল ইসলামের ছেলে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক জাহিদ হাসান ফেসবুকে সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও কর্পোরাল পরিচয় দিয়ে দুটি আইডি খুলে প্রতারণা চালিয়ে আসছিলেন। এমন অভিযোগের সত্যতা পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম রাজধানী ঢাকার তেঁজগাও এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হাসান স্বীকার করেছে, বিয়ের তথ্য গোপন রেখে সেনাবাহিনীতে ২০১৩ সনে যোগদান করে। বেসিক ট্রেনিং শেষ করে সাভার সেনানিবাসে কর্মরত অবস্থায় ১ম স্ত্রীর তথ্য গোপন রেখে ২০১৬ সালে জানুয়ারিতে সহকর্মীর সঙ্গে সাতক্ষীরার কলারোয়ায় বেড়াতে গিয়ে ২য় বিবাহ করে। পরবর্তীতে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১ম ও ২য় স্ত্রীর তথ্য গোপন রেখে সাভার এলাকায় ৩য় বিবাহ করে। তার ৩য় স্ত্রীর একটি আট মাসের সন্তান রয়েছে। চাকুরীতে যোগদানের পূর্বে বিবাহের তথ্য গোপন রাখা এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একাধিক বিবাহের কারণে ভীত হয়ে সে সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যায়। সেনাবাহিনী হতে চাকুরীচ্যুত হওয়ার পর সে প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সেনাবাহিনীর র‌্যাংক-ব্যাচ সম্বলিত ইউনিফর্ম পড়ে বিভিন্ন পোস্ট দেয়। সে বিভিন্ন বয়সের মেয়েদের সঙ্গে সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন, কখনো সার্জেন্ট, কখনো কর্পোরাল কিংবা মেডিকেল অফিসার, প্রাক্তন র‌্যাব সদস্য ও সিআইডি সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে সেনাবাহিনীর কর্মকর্তার স্বাক্ষরিত ভুয়া প্যারাকমান্ডো সনদপত্র তৈরি করে এবং সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছে এমন তথ্য দিয়ে ঢাকার তেজগাঁও এলাকায় এসিআই কোম্পানীর সুপারভাইজার হিসেবে চাকুরিতে যোগ দেয় এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বয়সের মেয়েদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল।
×