ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:১৩, ৯ নভেম্বর ২০১৭

সুন্দরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ঘুষের টাকা না দেয়ায় জীবিত শিক্ষককে মৃত দেখিয়ে একই পদে নতুন করে লোক নিয়োগের পায়তারাসহ সুন্দরগঞ্জের হামিদা খাতুন মাধ্যমিক ভকেশনাল স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূয়া সভাপতির সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতিকারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেসক্লাব সম্মুখস্থ সড়কে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন এবং সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয়, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাহানা আকতার এবং তার স্বামী আমিনুল ইসলাম মতিয়ার সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফলে শিক্ষার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৬ আগষ্ট অভিযোগ উক্ত সভাপতি ও প্রধান শিক্ষকের ১২ দফা দুর্নীতির খতিয়ানসহ একটি অভিযোগ শিক্ষক কর্মচারী স্বাক্ষরিত দুর্নীতি দমন কমিশন রংপুর অঞ্চলের পরিচালক বরাবরে প্রতিকার দাবি করে দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সিদ্দিকুর রহমান, আনারুল ইসলাম, কামরুজ্জামান আকন্দ, আব্দুল আজিজ, মো. আব্দুল মতিন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ বকুল প্রমুখ।
×