ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে টেলিভিশন স্টেশনে হামলা ॥ দায় স্বীকার আইএস’র

প্রকাশিত: ০২:২৭, ৭ নভেম্বর ২০১৭

আফগানিস্তানে টেলিভিশন স্টেশনে হামলা ॥ দায় স্বীকার আইএস’র

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশন স্টেশনে অস্ত্রধারীদের হামলায় অন্তত দুই জন নিহত এবং আর ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে কাবুলে পশতু ভাষার বেসরকারি টেলিভিশন স্টেশন সামসাদ টিভির সদরদপ্তরে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রায় দুই ঘণ্টা পর দেশটির বিশেষ বাহিনী জাতীয় স্টেডিয়ামের কাছে অবস্থিত টেলিভিশন ভবনটির নিয়ন্ত্রণ নেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। টোলো নিউজ টিভিকে সামসাদ টেলিভিশনের সংবাদ পরিচালক আবেদ এহসান বলেন, “পুলিশের পোশাক পরা হামলাকারীরা ভেতরে ঢুকেই প্রথমে গ্রেনেড ছোড়ে। গ্রেনেডের আঘাতে আমাদের একজন নিরাপত্তারক্ষী নিহত এবং একজন আহত হয়। “তারপর অন্যরা আমাদের ভবনে প্রবেশ করে গুলি শুরু করে। আমাদের কয়েকজন সহকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, যদিও তাদের অনেকেই বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। গুলিবিদ্ধ হওয়া ছাড়াও কাচের বড় টুকরা পড়ে এবং জানালা দিয়ে লাফিয়ে পড়ার সময় কয়েকজন আহত হয়েছে।” হামলাকারীরা ক্রমাগত গুলি ছুড়তে থাকায় আফগান বিশেষ বাহিনী বিস্ফোরণের মাধ্যমে সামসাদ টিভি প্রাঙ্গণের সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় অন্তত এক হামলাকারী নিহত হয়, অন্য একজনকে ভবনের প্রবেশদ্বারের কাছে মৃত পড়ে থাকতে দেখা যায়। নিউজ এজেন্সি আমাক এ এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। যদিও সেখানে হামলার কোনও প্রমাণ দেওয়া হয়নি। আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএস জঙ্গিরা সক্রিয় এবং রাজধানী কাবুলে গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলার দায় তারা স্বীকার করেছে। ওদিকে, হামলার পরপরই তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন এ হামলায় জড়িত নয় বলে জানিয়েছে। হামলা শুরুর পরপরই সামসাদ টিভির স্বাভাবিক সম্প্রচার বন্ধ হয়ে যায়। সেখানে একটি ছবি স্থির হয়ে আছে। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। গতবছর আফগানিস্তানের সবচেয়ে বড় টেলিভিশন স্টেশন টোলোর সাতজন কর্মী তালেবানের আত্মঘাতী হামলায় নিহত হয়।
×