ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩০, ৭ নভেম্বর ২০১৭

নীলফামারীতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাতদিন ব্যাপী বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং এর উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজ মাঠে ওই ক্যাম্পিং এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাস্থান রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর মোহাম্মদ মাসুদ করিম, ৩৪ বিএনসিসি ব্যাটেলিয়নের অ্যাডজুটেন্ট মেজর হারুন অর রশীদ, ৩২ ও ৩৪ বিএনসিসি রংপুর ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট লে. কর্ণেল (অব) মোশাররফ হোসেন, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবর রহমান ভূঁইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ। ৩৪ বিএনসিসি ব্যাটেলিয়নের অ্যাডজুটেন্ট মেজর হারুন অর রশীদ জানান, ৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ওই ক্যাম্পিং চলবে সাত দিনব্যাপী। রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮জন নারী ক্যাডেটসহ ৩০৭জন ক্যাডেট অংশগ্রহন করেছেন। ক্যাডেটদের সামরিক বিষয়সহ আত্মনির্ভরশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এর মুল উদ্যেশ্য।
×