ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কালকিনিতে জমির জন্য ভুয়া পিতা সাজালেন এক প্রতারক

প্রকাশিত: ২১:৫৪, ৫ নভেম্বর ২০১৭

কালকিনিতে জমির জন্য ভুয়া পিতা সাজালেন এক প্রতারক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে আবদুল ছত্তার মাতুব্বর নামের এক প্রতারক পুত্র এক বৃদ্ধকে ভুয়া পিতা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমির দলিল কার্যক্রম সম্পন্ন করেছেন। তবে মোহরী এনামুল প্যাদের মাধ্যমে এ দলিলের কার্যক্রম গোপনে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগে জানাযায়। এ ঘটনা জানাজানি হলে ওই পুত্রের বিরুদ্ধে জমির মুল মালিক পিতা আজাহার মাতুব্বর আদালতে একটি প্রতারনা মামলা দায়ের করেছেন। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়া সৃষ্ঠি হয়েছে। দলিল লেখক এনামুল প্যাদা বলেন, আমার কাছে প্রতারক ছত্তার মজিদ খন্দকার নামের এক বৃদ্ধকে আজাহার মাতুব্বর সাজিয়ে নিয়ে আসে। তখন আমি বিষয়টি অবগত ছিলাম না। তবে এখন প্রতারনার বিষয়টি জানতে পরেছি। প্রমান হিসেবে আমার কাছে মজিদের ছবি রয়েছে। জমির মুল মালিক আজাহার মাতুব্বর বলেন, আমি জমি ফেরত পাওয়ার জন্য আদালতে জালিয়াতি মামলা করেছি। মজিদ খন্দকার ভুয়া পিতা সেজে এ কাজটি করেছে। প্রতারকদের বিচার চাই। অভিযুক্ত ছেলে ছত্তার মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×