ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প জামাতাকে নিয়ে তদন্ত

প্রকাশিত: ১৮:৪৬, ৪ নভেম্বর ২০১৭

ট্রাম্প জামাতাকে নিয়ে তদন্ত

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার সঙ্গে যোগসাজশ এবং এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমিকে বরখাস্তের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের ভূমিকা তদন্ত করছে স্পেশাল কাউন্সিল। ইতোমধ্যে কুশনার কিছু তথ্য-উপাত্তও কাউন্সিলে জমা দিয়েছেন বলে জানা গেছে। রবার্ট মুলারের নেতৃত্বাধীন তদন্ত কমিটি কুশনারের ভূমিকা নিয়ে সাক্ষ্য জোগাড় করার চেষ্টা করছে। ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য নিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের অভ্যন্তরীণ সার্কেলের ভেতরের কারো বিরুদ্ধে তদন্ত শুরু হলো যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এটা এখনো স্পষ্ট নয় যে, কিভাবে কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে যোগসাজশের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিলেন। তবে আরেকটি সূত্র জানিয়েছে, তদন্তের লক্ষ্য আসলে কুশনার নন। ইতোমধ্যে ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে মুলারের তদন্ত কমিটি। সিএনএন।
×