ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের মুরাদপুরে রাস্তা নিয়ে সংর্ঘষ ॥ আহত ৩৫

প্রকাশিত: ২৩:৪৬, ২৭ অক্টোবর ২০১৭

হবিগঞ্জের মুরাদপুরে রাস্তা নিয়ে সংর্ঘষ ॥ আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ রাস্তা সংক্রান্ত সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে হবিগঞ্জের উপজেলা বানিয়াচঙ্গের নির্ভৃত পল্লী মুরাদপুরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় মারুফ, জয়নাল, শরীফ, আরিফ, নিজাম, তাহির ও মহিবুরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান চৌধুরীর সাথে একই গ্রামের শরিফ চৌধুরীর বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে উভয় পরিবারের সদস্যদের মধ্যে বাকবিন্ডার ঘটনা ঘটে। একর্যায়ে তা সংর্ঘষে রূপ নিলে উভয় পক্ষে আশপাশের লোকজনও অংশ নেয়। প্রায় ঘন্টা ব্যাপী এই সংর্ঘষ চলাকালে উল্লেখিত লোকজন আহত হয়। পুলিশ বলছে, ঘটনাস্থল তাদের নিয়ন্ত্রনে রয়েছে।
×