ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মহান কাজ করেছেন ॥ বনমন্ত্রী

প্রকাশিত: ০১:৫৬, ২৫ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মহান কাজ করেছেন ॥ বনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবতা বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মহান কাজ করেছেন বলে মন্তব্য করেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, যে মুহুর্তে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে সে মুহুর্তে বিকল্প উপায় ছিলনা। রোহিঙ্গারা আশ্রয় না পেলে ঝোঁপঝাঁড় ও নাফ নদীতে লাশ পড়তো। বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে পরিবেশ ও বনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার যে অমানবিক আচরণ করছে তা বিশ্ব সভ্যতাকে হার মানিয়েছে। বর্বর আচরণে আমরা স্বম্ভিত। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে বন উজাড় ও পরিবেশ নষ্ট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহুর্তে এই বিষয়ে কথা বলা ঠিক হবেনা। কারণ মিয়ানমারের সহিংসতার ঘটনায় আমাদের দেশের পরিবেশের যেমন ক্ষতি হয়েছে, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। এ সময় তিনি রোহিঙ্গা শিবিরে সেনা মোতায়েনের ফলে ত্রাণ বিতরণসহ সকল কাজে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন। এ জন্য সেনা বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরিবেশ ও বনমন্ত্রী বুধবার সকাল ১০টায় সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে প্রায় দেড় ঘন্টা সময় কাটান তিনি। এ সময় খোঁজ খবর নেন রোহিঙ্গাদের খাবার, স্যানিটেশন, চিকিৎসা সেবার। মন্ত্রীর সফরসঙ্গি হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ। জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এবং ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করেন। দুপুরে টেকনাফ বন বিভাগের রেস্ট হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা ড. জগলুল হোসেন, কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের কর্মকর্তা মো: আলী কবির, কক্সবাজার (উত্তর) বন বিভাগের কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
×