ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে রাস্তা দখলকে কেন্দ্র করে হামলা

প্রকাশিত: ০২:২০, ২৩ অক্টোবর ২০১৭

বাঁশখালীতে রাস্তা দখলকে কেন্দ্র করে হামলা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম ॥ বাঁশখালীর উপজেলার কালীপুর ইউপি’র জঙ্গল গুনাগরী গ্রামে রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সংঘটিত হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে রাস্তা দখল নিয়ে এর পূর্বেও ওই বসতঘরে হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও বসত ঘরের পাকা দেওয়াল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীপুর ইউপি’র জঙ্গল গুনাগরী গ্রামের সুধাংশু ধরের পুত্র কাজল ধরের সাথে একই এলাকার বাদল দাশের পুত্র তপন দাশের বসতঘরের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এই বিরোধ নিরসনের লক্ষ্যে সজল ধর বাঁশখালী থানায় একাধিক সালিশী বৈঠক করেন। সালিশী বৈঠকে রাস্তার জায়গাসহ বসতঘরের জায়গার উপর প্রতিপক্ষ তপন দাশ গংকে হস্তক্ষেপ না করার জন্য রায় প্রদান করেন। এই রায়কে অমান্য করে তপন দাশ গং সোমবার বিকেলে তার দলীয় লোকজন নিয়ে বসত ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান। এদিকে একের পর এক বসত ঘরে হামলার ঘটনায় কাজল ধর এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কাজল ধরের পরিবারকে এলাকা ছাড়া করারও হুমকি ধমকি দিচ্ছে বলেও পরিবার সূত্রে জানা যায়। এছাড়াও তপন দাশ ও স্বপন দাশ গং জায়গা পাওয়ার ভূয়া দাবী তুলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেও আসছিল বলে জানান তিনি।
×