ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোবাইলে ফোনে মহিষ ছাড়ের সুপারিশ করায় ওয়ার্ড সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৪৬, ২১ অক্টোবর ২০১৭

মোবাইলে ফোনে মহিষ ছাড়ের সুপারিশ করায় ওয়ার্ড সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিজিবির কাছে আটকৃত মহিষ ছেড়ে দেয়ার সুপারিশ করায় সাইদুর রহমান(২৮) নামে এক ওয়ার্ড সদস্যকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিতপুর বিজিবি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। সে নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও শারীরিক প্রতিবন্ধি। তার বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেয়ার মামলা করা হয়েছে বলে জানা গেছে। নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী এনামুল হক ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারী আজাহার আলী জানান, গানইর গ্রামের মহিষ ব্যবসায়ী মতিউর রহমান ও মোকলেছুর রহমান তাদের মালিকানাধীন দুই জোড়া মহিষ বিক্রির উদ্যেশে মনোহরপুর মোড়ে ভটভটিতে উঠাচ্ছিল। এসময় কে বা কারা বিজিবি সদস্যদের খবর দিলে তারা এসে মহিষগুলি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এঘটনায় ওয়ার্ড সদস্য সাইদুর মোবাইল ফোনে মহিষ গুলি ছেড়ে দেয়ার জন্য বিজিবিকে সুপারিশ করে। ফলে ক্যম্প কমান্ডার তাকে ক্যাম্পে আসতে বলেন। তাৎক্ষনিক ওয়ার্ড সদস্য সাইদুর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারী আজাহার আলী ও কলেজ শিক্ষক হোসেন আলীকে নিয়ে ক্যাম্পে যায়। ক্যাম্পে উপস্থিত হলে ক্যাম্প কমান্ডার সাইদুরকে আটক করে এবং অপর দুইজনকে চলে যেতে বলে। এখবর বাইরে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। এবং ওয়ার্ড সদস্যের মুক্তি দাবি করে। এব্যাপারে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও নিতপুর ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে পোরশা থানা অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক জানান, ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×