ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় এ্যাড. নূর মোহাম্মদ আহত

প্রকাশিত: ০০:৫২, ১৪ অক্টোবর ২০১৭

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় এ্যাড. নূর মোহাম্মদ আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ নুর মোহম্মদ (৫৬) সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে প্রকাশ্যে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় দুর্বৃত্তরা এ্যাডভোকেট নুর মোহম্মদের উপর হামলা চালায়। এ ঘটনায় এখানে ব্যাপক চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত নূর মোহাম্মদ দাবী করেন, আইনজীবী সমিতির কতিপয় ব্যক্তির অনিয়মের প্রতিবাদ করায় তাদের লেলিয়ে দেওয়া ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। তবে জেলা আইনজীবী সমিতি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ হাসপাতালে আহত নুর মোহম্মদকে দেখতে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং যারা তার উপর হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে পুলিশ এদিন সন্ধ্যা পর্যন্ত হামলায় জড়িত কাউকে আটক করতে পারেনি। হাসপাতালে ভর্তি শেখ নুর মোহম্মদ সাংবাদিকদের কাছে বলেন, শনিবার সকাল নয়টার দিকে সোনাতলার বাড়ি থেকে বের হয়ে পাশের একটি রেস্তোরায় নাস্তা খেতে রওনা হই। এসময় ৪/৫টি মোটরসাইকেলযোগে এসে ৮/৯ যুবক আমার পথরোধ করে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এক পর্যায়ে হাতুড়ির আঘাতে আমি রাস্তার উপর পড়ে গেলে তারা আমার সারা শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন এবং পুলিশকে তাদের নাম জানিয়েছেন বলে দাবী করেন। তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মান কাজ শুরু হয়েছে। বর্তমান কমিটি এই ভবন নির্মানে অনিয়ম দূর্নীতির আশ্রয় নেওয়ায় সম্প্রতি সমিতির দুই সদস্য আদালতে মামলা করেছেন। আমি ওই মামলাটি পরিচালনা করছি। মামলাটি পরিচালনা করায় বর্তমান কমিটির কিছু ব্যক্তি আমার উপর ক্ষুব্দ। তাই তারা ভাড়াটে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ নুর মোহম্মদের উপর হামলার খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে যাই। আমরা তার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী সোমবার তার উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতি সভা আহ্বান করেছে। সেই সভা থেকে পরবর্তি করণীয় ঠিক করা হবে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু বলেন, শেখ নুর মোহম্মদের উপর হামলাকারী যেই হোক, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন ওই নেতা। বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কাম সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, আইনজীবী নুর মোহম্মদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চি‎হ্ন রয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে। তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে। বাগেরহাট সদর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, আইনজীবী নুর মোহম্মদের উপর কি কারনে, কারা হামলা চালিয়েছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্র অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
×