ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মা ইলিশ শিকারের নিষেজ্ঞার ১৩ দিনেও বিশেষ ভিজিএফ চাল পায়নি জেলেরা

প্রকাশিত: ১৮:১৪, ১৩ অক্টোবর ২০১৭

মা ইলিশ শিকারের নিষেজ্ঞার ১৩ দিনেও বিশেষ ভিজিএফ চাল পায়নি জেলেরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার ৪০ টি জেলে পল্লীর ১৮ হাজার নিবন্ধিত জেলের এখন বেকার দিন কাটছে। মা ইলিশ রক্ষায় গভীর সমুদ্রগামী এসব জেলে পরিবারে সঙ্কট চলছে খাদ্যের। বিগত বছরের মতো এবছরও কর্মহীন সময়কালীন বিশেষ ভিজিএফএর চাল দেয়ার কথা। কিন্তু নিষেধাজ্ঞা শুরুর ১৩দিনেও এসব জেলেরা কোন চাল পায়নি। কবে নাগাদ জেলেরা সরকারের এ বিশেষ খাদ্য সহায়তা পাবেন তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো। ফলে জেলেদের মধ্যে এক ধরনের চাল না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজ মাঝি। বয়স ৬০ বছর। এ মানুষটির চারজনের সংসারে এখন চরম বেহাল দশা চলছে। জানালেন, অবরোধের পরে দুইদিন কামলা খেটেছেন। এরপর বেকার। ধার-দেনা করেও চলছে না। খুটা জেলের কাজ করে জীবন-সংসারের যোগান দেয়া আজিজ এখন দুচোখে সর্ষেফুল দেখছেন। একই দশা জাকির মাঝি, আব্দুর রহিম মাঝি, মোহাম্মদ খলিলসহ শত শত জেলে পরিবারের। কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন জানান, লেম্বুর চর থেকে কাউয়ার চর পর্যন্ত খুটা জাল বাওয়া এক হাজার আট শ’ জেলে রয়েছে। একই দশা লালুয়া, ধানখালী, মিঠাগঞ্জ, লতাচাপলী, ধুলাসার, মহিপুর, ডালবুগঞ্জ, বালিয়াতলী, চম্পাপুর, চাকামইয়া, টিয়াখালী ও বালিয়াতলী ইউনিয়নের। কলাপাড়া উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাগেছে, গত বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৮ হাজার নিবন্ধিত জেলের মধ্যে ১১ হাজার ৬৩৫ জেলেকে বিশেষ ভিজিএফ কর্মসুচীর আওতায় ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের জন্য গত বছরের মতো এবারো ও সহায়তা দেয়ার কথা। কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমিতির সভাপতি মোঃ নুরু মাঝি জানান, এমনিতেই অবরোধ মেনে সকল জেলে বেকার। এখন অধিকাংশের ঘরে খোরাকি নেই। তাই এখনই সরকারের বিশেষ ভিজিএফ এর চাল বিতরন করা প্রয়োজন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারে বিরত থাকার নিষেধাজ্ঞা শতভাগ জেলেরা মেনে চলছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের মধ্যেই তারা সরকারি সহায়তার চাল পাবেন। তবে খাদ্য বিভাগের একটি সুত্রে আগামি সপ্তাহে এ চাল পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে।
×