ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২ দশকের সর্বোচ্চ অবস্থানে জাপানের পুঁজিবাজার

প্রকাশিত: ২৩:৪৪, ১১ অক্টোবর ২০১৭

২ দশকের সর্বোচ্চ অবস্থানে জাপানের পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২ দশকেরও বেশি সময়ে বুধবার সর্বোচ্চ অবস্থানে পৌঁছে লেনদেন শেষ করেছে জাপানের প্রধান স্টক মার্কেট। বিবিসির খবরে বলা হচ্ছে, প্রধান সূচক নিক্কেই ২২৫ বুধবার ৫৭.৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৮১.২ পয়েন্টে শেষ হয়; যা গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববাজারে ইতিবাচক হাওয়া, জাপানের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানের সন্তোষজনক অবস্থা বাজারকে এই উচ্চতায় নিতে প্রণোদনা দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেড়িয়ের যাওয়ার সিদ্ধান্তের জেরে গত বছরের জুনে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়। ওই সময় নিক্কেই সূচক ১৫ হাজার পয়েন্টেরও নিচে নেমে যায়। সেখান থেকে সূচক বুধবার এই পর্যায়ে ঘুরে দাঁড়িয়েছে। মূলত, গত নবেম্বর থেকে বাজারে উল্লম্ফন ভাব দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, নির্বাচনের পর তার ব্যয় সংকোচন ও ট্যাক্স কমানোর আশ্বাস পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলে। এই ৩ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার মার্কিন বাজারে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল, নাসডাক ও এস অ্যান্ড পি সূচক নতুন উচ্চতায় পৌঁছায়।
×