ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি হবেই ॥ খসরু

প্রকাশিত: ০১:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি হবেই ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি বড় রাজনৈতিক বিষয়। এটা নিয়ে রাজনীতি হবেই। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, সরকার মানবতা বা নৈতিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়াননি.রাজনৈতিক কারণে সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখনই প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট নয়। মিয়ানমার সরকার যখন রোহিঙ্গাদের গণহত্যা শুরু করে তখন তারা সীমান্ত পেয়িয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশ সরকার বাধা দেন। এরফলে নৌকা ডুবে অনেক রোহিঙ্গাদের প্রাণহানী ঘটে। এরপর বাংলাদেশ এবং মিয়ানমার যৌথ অভিযানের কথা বললো। এই যৌথ অভিযান কার বিরুদ্ধে ছিল? সরকারকে উদ্দেশ করে খসরু বলেন, বিএনপিকে ত্রাণ দিতে বাধা, মিটিং, মিছিল, সমাবেশে বাধা দিতে পারবেন জনগণকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবেন না। আগামী নির্বাচনে জনগণ ভোট কেন্দ্র যাবে এবং তাদের ভোটের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
×