ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেরপুর-জামালপুর সীমান্তে সক্রিয় মাদক সিন্ডিকেট ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:২৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

শেরপুর-জামালপুর সীমান্তে সক্রিয় মাদক সিন্ডিকেট ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ পুলিশ-বিজিবির তৎপরতার পরও শেরপুর-জামালপুরের পাহাড়ী সীমান্তপথে সক্রিয় রয়েছে মাদক সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সাথে এলাকার প্রভাবশালী পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়ায় তাদের অনেকেই ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তবে এবার শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ছোটভাই মাহবুবুর রহমান তালুকদার ভুট্টো (৪০) ও তার ২ সহযোগী। বুধবার রাতে নালিতাবাড়ী সীমান্তের মায়াঘাসি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুট্টো বকশীগঞ্জ মধ্যবাজারের মৃত মফিজুল হক তালুকদারের ছেলে। অপর ২ জন হচ্ছে বকশীগঞ্জের বাট্টাজোড় এলাকার মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বাচ্চু (৩২) ও নালিতাবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন খসরুর ছেলে ও স্থানীয় নয়াবিল এলাকার নাকিবুল হাসান সরস (৩৫)। ওই ঘটনায় রাতেই নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এক উপজেলা চেয়ারম্যানের ভাই ও আরেক সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ ৩ জন ফেন্সিডিল নিয়ে গ্রেফতারের ঘটনায় ব্যাপক গুঞ্জন চলছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত ভুট্টো একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ এলাকায় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
×