ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ আগস্ট ২০১৭

ভারতে ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফরনগরের খাওতালিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং দেড়শ মানুষ আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এনডিটিভি বলছে, ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে ট্রেনটি উত্তরখান্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। আনন্দবাজার পত্রিকা খবরে বলেছে, স্থানীয় লোকেদের নিয়ে উদ্ধারকার্য শুরু করেছে পুলিশ। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার জেরে রেল চলাচল বিঘ্নিত। রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য সমস্তরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন রেলের কর্তাদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যাত্রীদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
×