ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অপহরণ হওয়া দুই ব্যক্তি উদ্ধার ॥ তিনজন গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৩, ১৭ আগস্ট ২০১৭

সৈয়দপুরে  অপহরণ হওয়া দুই ব্যক্তি উদ্ধার ॥ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিবি পুলিশের পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের পর তাদেরকে উদ্ধার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। এ সময় ভুয়া ডিবি পুলিশ প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত তছির উদ্দনের স্ত্রী দেলজানের বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার এবং প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার মোস্তাকিন আহমেদ (২৮) বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেছে। আজ বৃহস্পতিবার দুপুনে গ্রেফতারকৃতদের নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নীলফামারী সদর উপজেলার আরাজি রামকলা পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত. তছির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে ডাক্তার (৪৫), একই এলাকার মৃত. জফুর আলী চৌধুরীর ছেলে নুর হোসেন (৩৫) ও দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকার মৃত. সোলেমান আলীর ছেলে ডাবলু ইসলাম (২৮)। পুলিশ জানায় নওগাঁ জেলা সদরের হরিহরপুর গ্রামের বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে মোতাহার হোসেন (৩৩) ও তার ছোট ভাই মোস্তাকিন আহমেদ (২৮) চাচা হারুন-অর-রশীদ (৪২) এই তিনজন পঞ্চগড়ের শালবাহানে চা বাগান দেখার জন্য গতকাল বুধবার ট্রেনযোগে সৈয়দপুরে আসেন। সেদিন তারা অপহরণ হয়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত শুনে অপহৃতদের উদ্ধার ও ভুয়া পুলিশ সদস্য ও প্রতারক চক্রকে ধরতে মাঠে নামে। বিভিণœস্থানে অনুসন্ধ্যানের পর বুধবার রাতে বোতলাগাড়ী হাজিপাড়া এলাকায় মৃত. তছির উদ্দিনের স্ত্রী দেলজানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পরিত্যক্ত ঘরে বন্দী করে রাখা অপহৃত মোতাহার হোসেন ও হারুন-অর-রশিদকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা।
×