ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ০০:২২, ১৭ আগস্ট ২০১৭

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ১২ সে.মি.। পানির তোড়ে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা বেষ্টিত চরাঞ্চলের কাঠালবাড়ি ও চরজানাজাতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে কাঠালবাড়ির কাউলিপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসাসহ শতাধিক বাড়ি ঘর নদী ভাঙ্গন আক্রান্ত হয়েছে। ঘর বাড়ি স্থাপনা সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন আক্রান্তরা। হুমকিতে রয়েছে এ দুই ইউনিয়নের একাধিক স্কুল, একটি ইউনিয়ন পরিষদসহ শত শত ঘর বাড়ি। নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করায় আক্রান্তরা দিশেহারা হয়ে পড়েছেন। পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে পানি বাড়ায় এ দু‘ইউনিয়ন ছাড়াও চরাঞ্চলের মাদবরচর ও বন্দরখোলার হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বহু ঘরে পানি ঢুকে পড়েছে। বন্যা আক্রান্তরা মানবেতর জীবনযাপন করলেও এখনো ত্রাণ তৎপরতা শুরু হয়নি। বন্যায় চরাঞ্চলের ৪ ইউনিয়নের প্রায় ৪০হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। অপর দিকে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কাঁঠালবাড়ি ফেরিঘাটের পন্টুন নিমজ্জিত হওয়ায় যানবাহন ফেরিতে লোড আনলোড করতে মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ প্রতিদিনই পল্টুন মেরামত ও উঁচু করছেন। এর অবস্থায় ঝুঁকি নিয়ে চালকরা যাওয়া পল্টুন দিয়ে ফেরিতে ওঠা-নামা করছেন। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ দিকে আড়িয়ালখাঁ, নিম্মকুমার ও পালরদী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর সদর উপজেলার উত্তর-পূর্ব অঞ্চল প্লাবিত হয়েছে। সাধারণ মানুষ গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের। বিআইডব্লিউটি-এর সহকারী ব্যবস্থাপক রহুল আমিন মিয়া জানান, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের পল্টুনের র্যা ম উঠানো-নামানো হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। ঘাটে ষোলটি ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে।
×