ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাওলিনহোর বার্সায় যোগদান ॥ নেইমারের শুভেচ্ছা

প্রকাশিত: ১৮:৩০, ১৫ আগস্ট ২০১৭

 পাওলিনহোর বার্সায় যোগদান ॥ নেইমারের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিল জাতীয় দলে মাঝমাঠে নির্ভরতার অন্যতম প্রতীক পাওলিনহো। জাতীয় দলে নেইমারের সঙ্গে খেলেন কাঁধে কাঁধ মিলিয়ে। এবার তিনি যোগ দিলেন নেইমারেই সাবেক বার্সায়। আর নিজের সাবেক ক্লাবে যোগ দেওয়ায় জাতীয় দলের এই সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। ইন্সটাগ্রামে দেওয়া শুভেচ্ছা বার্তায় নেইমার বলেছেন, ‘আশা করি ন্যু ক্যাম্পে আমি যেমন খুশি ছিলাম তুমিও তেমনি থাকবে।’ চলতি মাসেই ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারের রেকর্ড গড়ে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার জায়গায় চীনের গুয়াংজু এভারগ্রান্ডের কাছ থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। পাওলিনহো এর আগে খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, টটেনহ্যাম হটস্পারের হয়ে। তবে, ইংলিশ ক্লাবটিতে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি তিনি। এ কারণে পরে চলে যেতে হয় ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসে। সেখান থেকে ২০১৫ সালে যোগ দেন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে। এই ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান তিনি। ৯৫ ম্যাচে করেন ২৫ গোল। যে কারণে, ব্রাজিল জাতীয় দলেও ডাক পান তিনি। অবশেষে সেখান থেকে শেষ পর্যন্ত এলেন বার্সেলোনায়।
×