ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে অপহৃত ব্যবসায়ী ও শিশু উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০১:৪১, ১২ আগস্ট ২০১৭

চরফ্যাশনে অপহৃত ব্যবসায়ী ও শিশু উদ্ধার ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশন সদর রোডস্থ রাকিব মটরস’র প্রোপাইটর রাকিব (২৮) অপহরণের ৪০ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থা চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে চরফ্যাশন থানা পুলিশ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। অপরদিকে শশীভূষণ থানার হাজারীগঞ্জ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ফজলে রাব্বী (৯) কে অপরণের প্রায় দেড় মাস পর শুক্রবার কুমিল্লার ভুড়ির চর এলাকার শাহে ঈমাম কাওমী মাদ্রাসা থেকে শশীভূষণ থানা পুলিশ উদ্ধার করেন। এসময় অপহরণকারী ভোলা আলী নগর গ্রামের মাও: অজিউল্লাহর ছেলে আল আমীন (৩০) কে গ্রেফতার করে শনিবার চরফ্যাশন আদালতে সোর্পদ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব মটরস্ এর মালিক রাকিবকে বৃহস্পতিবার ভোর ৫টার সময় এক কাষ্টমার মোবাইল ফোনে ২৫ লিটার মবিল নিবে বলে তাকে আসতে বলে, সে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা রয়েছে, তোর ছেলেকে নিয়ে গেলাম পারলে কিছু কর। এব্যাপারে রাকিবের পিতা আবদুল লতিফ বৃহস্পতিবারই চরফ্যাশন থানায় ৪১৫ নং সাধারণ ডায়রী করেন। এরপর চরফ্যাশন থানা পুলিশ চিরনী অভিযান চালিয়ে শুক্রবার সন্ধায় বালিকা বিদ্যালয়ের পিছনে জঙ্গল থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনমুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার হাজারীগঞ্জ গ্রামের নয় বছরের শিশু ফজলে রাব্বীকে গত ৩ রমজান আল আমীন নামের এক কাওমী মাদ্রাসা শিক্ষক অপহরণ করেন। এ ঘটনায় ফজলে রাব্বীর মা রাবিয়া বেগম বাদী হয়ে শশীভূষণ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং ১ তারিখ ১/৭/২০১৭) মামলা দায়ের করলে শশীভূষণ থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার কুমিল্লার ভুড়ির চর এলাকার শাহে ঈমাম কাওমী মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করেন এবং অপহরণকারী আল আমীনকে গ্রেফতার করে শনিবার চরফ্যাশন আদালতে সোর্পদ করেন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার এর সত্যতা নিশ্চিত করেছেন।
×