ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আড়াই বছর ধরে আমতলীতে নিকাহ রেজিষ্টার নেই

প্রকাশিত: ২০:৪৫, ১২ আগস্ট ২০১৭

আড়াই বছর ধরে আমতলীতে নিকাহ রেজিষ্টার নেই

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ আড়াই বছর ধরে আমতলী পৌরসভায় নিকাহ রেজিষ্টার নেই। এতে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। জানাগেছে, আমতলী পৌরসভার নিকাহ রেজিষ্টার (কাজী) এজেডএম সালেহ ২০১৫ সালের জানুয়ারী মাসে অবসরে যান। অবসর গ্রহন কালীন সময়ে নিকাহ রেজিষ্টারের দায়িত্ব (ভারপ্রাপ্ত) দেয়া হয় চাওড়া ইউপি নিকাহ রেজিষ্টার মোঃ শাহ আলমকে। ওই সময় থেকে চাওড়া ইউপি নিকাহ রেজিষ্টার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন অতিরিক্ত দায়িত্বপালনকারী নিকাহ রেজিষ্টার মোঃ শাহ আলম পটুয়াখালী জেলার মাদারবুনিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে চাকুরী করেন। তিনি ৪০ কিলোমিটার দূরে অন্য জেলায় চাকুরী করায় ঠিকমত দায়িত্ব পালন করছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। নিকাহ নিবন্ধন আইনের ১০ ধারায় ১২০ দিনের মধ্যে নিকাহ রেজিষ্টার নিয়োগ করার কথা উল্লেখ থাকলেও আড়াই বছর অতিবাহিত হয়ে গেছে। একই ধারায় আরো উল্লেখ আছে নিকাহ রেজিষ্টারের লাইসেন্স প্রদানের সময়কালীন নিকটবর্তী নিকাহ রেজিষ্টারকে ১২০ একশত বিশ দিনের জন্য অতিরিক্ত দায়িত্ব প্রদান করিতে পারিবেন। কিন্তু ভারপ্রাপ্ত নিকাহ রেজিষ্টার গত আড়াই বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অদৃশ্য কারনে জেলা রেজিষ্টার বা সাব রেজিষ্টার আমতলী পৌরসভায় নিকাহ রেজিষ্টার নিয়োগ দিচ্ছেন না। আমতলী সাব-রেজিষ্টার ওমর ফারুক পৌরসভায় নিকাহ রেজিষ্টার না থাকার কথা স্বীকার করে বলেন শীঘ্রই নিকাহ রেজিষ্টার নিয়োগ প্রক্রিয়া গ্রহন করা হবে।
×