ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সর্বোচ্চ নোট হতে পারে ২০০ রুপি

প্রকাশিত: ২৩:৩১, ২৮ জুলাই ২০১৭

ভারতের সর্বোচ্চ নোট হতে পারে ২০০ রুপি

অনলাইন ডেস্ক ॥ গত বছর ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের পর ভারত সরকার বাজারে ছেড়েছিল ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট। এবার ভারতে চলমান সেই ২০০০ ও ৫০০ রুপির নোট বাতিল করে বাজারে নতুনভাবে ২০০ রুপির নোট ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারতে সর্বোচ্চ নোট হবে ২০০ রুপি। আজ শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০০ রুপির নোটের পর এবার বাজারে আসছে ২০০ রুপির নতুন নোট। গত পাঁচ মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তরফে ২০০০ রুপি নোটের পরিবর্তে ২০০ রুপির নোট ছাপানোর কাজ চলছে। কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক মনে করেছিল, এর মাধ্যমে নোট সংকটের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে, কম মূল্যের নোটেরই বাজারে চাহিদা বেশি। এরপরই ২০০ রুপির নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারিভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই খবর নিয়ে রাজ্যসভায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাবদিহি দাবি করেন বিরোধীরা। তবে সরকারের তরফ থেকে জবাব মেলেনি।
×