ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

প্রকাশিত: ১৯:১৭, ২৬ জুলাই ২০১৭

মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

অনলাইন ডেস্ক ॥ ভারতের মুম্বাইয় নগরীর ঘাটকোপার এলাকায় চারতলা একটি ভবন ধসে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। ভবনটিতে সংস্কারকাজ চলছিল। গতকাল মঙ্গলবার সকালের এই ঘটনায় ভবনটির মালিক শিবসেনা নেতা সুনিল শিতাপকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঘাটকোপারের দামোদার পার্ক এলাকার ভবনটির নিচতলায় সংস্কার কাজ করার সময় সেটি ধসে পড়ে। এ ঘটনায় সুনিল শিতাপের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ভবনের নিচতলায় একটি নার্সিং হোম ছিল, সেখানে সংস্কার কাজ চলছিল। এছাড়া ভবনটিতে আরো ১২টি পরিবার বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। পৌরসভার কংগ্রেসদলীয় সাবেক জনপ্রতিনিধি প্রাভিন চেড্ডা জানিয়েছেন, সুনিল শিতাপ ও স্বাতি সুনিল শিতাপ মিলে নার্সিং হোমটি পরিচালনা করতেন। “গত দুই মাস ধরে নার্সিং হোমটি বন্ধ ছিল। সুনিল এটিকে গেস্টহাউসে রূপান্তর করতে চাইছিল,” বলেন চেড্ডা। চলতি বছরের প্রথমদিকে শিবসেনার প্রার্থী হিসেবে স্বাতি সুনিল শিতাপ বৃহানমুম্বাই পৌরসভার (বিএমসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
×