ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে যোগ দিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

প্রকাশিত: ০১:৪৬, ২৩ জুলাই ২০১৭

রংপুরে যোগ দিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ বিপিএল মানেই মাশরাফি বিন মুর্তজা! কারণ বিপিএলের চার আসরের তিনটি আসরেই মাশরাফির হাতে উঠেছে শিরোপা। ঢাকাকে দুবার ও কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করিয়েছেন মাশরাফি। এবার মাশরাফির কাঁধে রংপুর রইডার্সের দায়িত্ব। বিপিএলের পঞ্চম আসরে কি রংপুরকে চ্যাম্পিয়ন করাতে পারবেন মাশরাফি? জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের ওয়ানডের অধিনায়কের কাছে। রবিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি সোজাসাপ্টা উত্তরই দিলেন, আমরা আমাদের সাধ্যমত সকল চেষ্টা করব। আমাদের মাঠের সেরা পারফরম্যান্স উপহার দেয়ার জন্য যা করার প্রয়োজন সেটা করব। যারা নির্দিষ্ট দিনে ভালো খেলবে তারা জিতবে। ম্যাক্সিমাম দিন যেন আমরা ভালো খেলতে পারি সেই চেষ্টা করব। মাশরাফির পাশেই ছিলেন রংপুর রাইডার্সের নতুন মালিক সাফওয়ান সোবহান। বিতর্কের শীর্ষে থাকা দলটিকে কিনে নিয়েছেন দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী পরিবার বসুন্ধরা গ্রুপ। মাশরাফিকে পেয়ে উৎফুল্ল সাফওয়ান সোবহান, ‘আমরা বেশ খুশি মাশরাফিকে পেয়ে। আমরা নতুনভাবে রংপুরকে নিয়ে যাত্রা শুরু করছি। মাশরাফিকে পাওয়ার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুভ সূচনা হল।’ রংপুর রাইডার্সের অ্যাডভাইজর হিসেবে থাকবেন বিসিবির একাডেমির কোচ ফাহিম মুনতাসির। কোচ হিসেবে আসছেন টম মুডি। সহকারী কোচ হবেন মোহাম্মদ রফিক। মাশরাফির মতে, সেরা কোচিং স্টাফ পেয়েছে রংপুর রাইডার্স। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দলটির সিইওর সঙ্গে শুরুর থেকে কথা হচ্ছিল। ওনাদের পরিকল্পনায় সার্বিকভাবে সন্তষ্ট হওয়ার পরই রংপুরে যোগ দেয়ার সিদ্ধান্ত নিই। এখানে ফাহিম স্যার আছেন। মর্ডান ক্রিকেটের কোচ টম মুডিও আছেন। রফিক ভাই যোগ দিবেন। ভালো বিদেশী ক্রিকেটারও আসছেন। সব মিলিয়ে ভালো দল গঠন করেছে রংপুর রাইডার্স।’ বিপিএলের গত আসরে মাশরাফি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এবার কুমিল্লায় খেলবেন তামিম ইকবাল।
×