ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমরা নির্বাচন করতে চাই ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ২৩:১৬, ২১ জুলাই ২০১৭

আমরা নির্বাচন করতে চাই ॥  মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলেছি আমরা নির্বাচন করতে চাই। অতিতে রাষ্ট্র প্রধানের দায়িত্ব নিয়েছি নির্বাচনের মধ্য দিয়ে। তাই নির্বাচন করতে সরকারকেই একটি পরিবেশ তৈরি করতে হবে। আজ শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামীলীগ সরকারের যে বৈধতা এখনো তা নেই, তাই তারা আবার ২০১৪ সালের মত আর একটি নির্বাচন করতে পারবে না। নির্বাচনের আগে অবশ্যই একটি সহায়ক সরকার প্রয়োজন রয়েছে। তাছাড়া বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনের সাহস নেই। সে নির্বাচন করতে গেলেই তারা সেভাবে সুবিধা করতে পারবে না। ক্ষমতা তাদের হাতে থাকবে না। সে কারণে সংবিধানের নানান কথা বলে তারা বাধা দিচ্ছেন। সংবিধান তো কোন বাইবেল না, সংবিধান মানুষের তৈরি। মির্জা ফখরুল গত ১১ জুলাই ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার ছুরিকাঘাতে সেচ্ছাসেবকলীগ নেতা খুন হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।
×