ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উমেশ যাদব ক্রিকেটার থেকে ব্যাংকার

প্রকাশিত: ১৯:১২, ১৯ জুলাই ২০১৭

উমেশ যাদব ক্রিকেটার থেকে ব্যাংকার

অনলাইন ডেস্ক ॥ ভারতের তারকা ফাস্ট বোলার উমেশ যাদব। কিন্তু ক্রিকেটারের পাশাপাশি এখন থেকে তার নামের পাশে আরও একটি পদবি উচ্চারিত হবে, আর তা হলো ভারতের রিজার্ভ ব্যাংকের (কেন্দ্রীয় ব্যাংক) সহকারী ম্যানেজার। ভারতীয় গণমাধ্যমের খবর, বছর দশেক আগে উমেশের বাবা তিলক যাদব চেয়েছিলেন ছেলে সরকারি চাকরি করবে। এজন্য পুলিশের চাকরি পরীক্ষাও বসেছিলেন উমেশ। তবে সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি ভারতের এই পেসার। দেখতে দেখতে কেটে গেছে দশ-দশটি বছর। বাবার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চেয়ারে বসতে চলেছেন উমেশ। নাগপুরে তাঁর অফিস। এমনকি চাকরির যাবতীয় নিয়মকানুন মেনে কাগজপত্রেও সই করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। অনেকদিন আগে থেকেই উমেশের সঙ্গে কথাবার্তা চলছিল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের। মে মাসে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে আরবিআই কর্মকর্তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছিলেন ভারতের এই ফাস্ট বোলার। তখনই আরিবআই-এর পক্ষ থেকে তাঁকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে দেশের হয়ে খেলার জন্য সব কাগজপত্রে স্বাক্ষর করতে পারেননি উমেশ। তাই একটু দেরি হয়ে যায়।
×