ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিজবুল নেতা সালাউদ্দিনকে সন্ত্রাসী ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০১:০৯, ২৭ জুন ২০১৭

হিজবুল নেতা সালাউদ্দিনকে সন্ত্রাসী ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিল। এই জঙ্গিনেতা পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে তাঁর কর্মকাণ্ড পরিচালনা করেন। ভারত দীর্ঘদিন ধরে সালাউদ্দিনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য দাবি করে আসছিল। হিজবুল নেতার ওপর এই মার্কিন নিষেধাজ্ঞাকে ভারতের কূটনৈতিক বিজয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কয়েক দশক ধরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন পরিচালনা করছে হিজবুল। এ দলের প্রধানকে সন্ত্রাসী তালিকায় স্থান দেওয়া ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরদার কূটনৈতিক সম্পর্কের একটি ইঙ্গিত বলেও মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর মোহাম্মদ ইউসুফ শাহকে, যিনি সৈয়দ সালাউদ্দিন নামেও পরিচিত, বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিটি) তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে বিদেশি এই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এ দেশের জাতীয় নিরাপত্তার জন্য তিনি হুমকিস্বরূপ।’ বিবৃতিতে বলা হয়, ‘২০১৬ সালের সেপ্টেম্বরে সালাউদ্দিন কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের যেকোনো প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘোষণা দেন। তিনি কাশ্মীরে আরও আত্মঘাতী হামলাকারীকে প্রশিক্ষণ দেওয়ার হুমকি দেন। তিনি কাশ্মীর উপত্যকাকে “ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য কবরস্থান” বানানোর ঘোষণা দেন।’ সালাউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় স্থান দেওয়ার পর ভারতের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দপ্তরের মুখপাত্র গোপাল বাগলে বলেন, ‘কাশ্মীরে গত বছর থেকে শুরু হওয়া উত্তেজনার পেছনে সীমান্তের বাইরের শক্তির হাত আছে বলে ভারত প্রথম থেকেই বলে আসছিল। এ ঘোষণার মাধ্যমে ভারতের সেই অবস্থান যৌক্তিক বলে প্রমাণিত হলো। কয়েক বছর ধরে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সালাউদ্দিনের বাহিনী কাশ্মীরে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।’ সূত্র: এএফপি ও এনডিটিভি
×