ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে রথযাত্রা উৎসব পালিত

প্রকাশিত: ০১:৩২, ২৫ জুন ২০১৭

ঝালকাঠিতে রথযাত্রা উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রবিবার বিকেলে বিভিন্ন রাধা গবিন্দ মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে রথযাত্রা শুরু হয় এবং বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় অন্য রাধাগবিন্দের মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা এসে শেষ হয়। এই সকল মন্দিরে ৮দিন অবস্থান করার পরে জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে উল্টোরথের মাধ্যমে স্ব স্ব মন্দিরে ফিরিয়ে নেয়া হবে। ঝালকাঠির আখরা বাড়ী শ্রী শ্রী রাধাগবিন্দের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্র শুরু হয়ে পাবলিক হরিসভায় শেষ হয় এবং স্কনের পশ্চিম ঝালকাঠির মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে আখরা বাড়ী শ্রী শ্রী রাধাগবিন্দের মন্দির এসে শেষ হয়। এছাড়াও আরতদারপট্টিস্থ শ্রী শ্রী রাধাগবিন্দের মন্দির থেকে বের হয়েছে। হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে এই রথ উৎসবে রথের রশিধরে টানলে পুন্য লাভ হয়।
×