ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডÑ টি২০তে প্রথম শিকার জেসন রয়

নাটকীয় জয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৭:১৭, ২৫ জুন ২০১৭

নাটকীয় জয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ টনটনে সিরিজের দ্বিতীয় টি২০’র কথা জেসন রয় কোনদিনই ভুলতে পারবেন না। সেটি কেবল ব্যক্তিগত ৬৭ রান করেও টানটান উত্তেজনার ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কাছে ৩ রানে হারের জন্য নয় টি২০’র ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন ইংলিশ ওপেনার। টসে হেরে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রানের ‘ফাইটিং’ স্কোর গড়ে। জবাবে ৬ উইকেটে ১৭১-এ থামে ইংল্যান্ডের সংগ্রহ। মাত্র ১৮ রানের বিনিময়ে টপ-অর্ডারের দুই তারকা স্যাম বিলিংস ও জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেন ক্রিস মরিস। নাটকীয় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১এ সমতা ফেরাল এবি ডি ভিলিয়ার্সের দল। কার্ডিফে ফয়সালার শেষ টি২০ আজই। আউট থেকে বাঁচার জন্য একজন ব্যাটসম্যান যত কিছুই করুন না কেন, কোন ফিল্ডারকে বাধা দিতে পারবেন নাÑ ক্রিকেটে এটাই নিয়ম। আর ঠিক এই কাজটিই করেছেন জেসন রয়। ফিল্ডারের সামনে বাধা হয়ে দাঁড়ানোর অপরাধে টি২০’র ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়েছেন ইংলিশ তারকা উইলোবাজ। শুক্রবার টনটনে প্রতিপক্ষ ফিল্ডারের সামনে বাধা হয়ে দাঁড়ান ব্যাটসম্যান রয়। এই কারণে তাকে আউট ঘোষণা করেন টিভি আম্পয়ার (তৃতীয়) টিম রবিনসন। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ইংল্যান্ড। জেসন রয়ের তা বে জয়ের দিকেই ছুটছিল ইয়ন মরগানের দল। তবে ১৬তম ওভারে ক্রিস মরিসের প্রথম বলটা ঠেকিয়েই রান নিতে চেয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। অন্যপ্রান্তে (নন স্ট্রাইকিং) থাকা জেসন রয় অনেকটা ছুটে এসেছিলেন। অবস্থা বেগতিক দেখে তাকে বাধা দেন (ফিরিয়ে দেয়া) লিভিংস্টোন। ভুল বুঝতে পেরে আবার ননস্ট্রাইক প্রান্তে (নিজের) ছুটে আসার জন্য উইকেটের বিপরীত দিকে দৌড় শুরু করেন জেসন রয়। প্রোটিয়া ফিল্ডার এ্যান্ডল ফেলুকাওয়ের থ্রো করা বল সরাসরি এসে তার পায়ে লাগে। দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররা আউটের আবেদন জানালে টিভি আম্পায়ারের (তৃতীয়) শরণাপন্ন হন ফিল্ড আম্পায়াররা। টিভি আম্পায়ার রবিনসন জেসন রয়কে আউট ঘোষণা করেন। ৯টি চার ও এক ছক্কায় ৪৫ বলে ৬৭ রান করেন জেসন রয়। পরিণতি যে এমন দুঃখজনক হবে সেটি হয়ত তিনি কখনই ভাবেননি। এরপরই পথ হারাতে শুরু করা ইংল্যান্ড থামে ১৭১ রানে। রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানের নাটকীয় হার নিয়ে মাঠ ছাড়ে মরগানবাহিনী। সর্বোপরি মাত্র তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এমন দুর্ভাগ্যের খাঁড়ায় পড়লেন জেসন রয়। ২০১৫ সালে সতীর্থ বেন স্টোকস অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের শিকার হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৫১ সালে বিখ্যাত ইংলিশ ব্যাটসম্যান স্যার লেন হাটন প্রথম এভাবে আউট হন। ওয়ানডে ক্রিকেটের প্রথম এই আউটের শিকার সাবেক পাকিস্তানী তারকা রমিজ রাজা। অবশ্য এই তালিকায় মহিন্দর অমরনাথ, ইনজামাম-ইল হক, বেন স্টোকস, মোহাম্মদ হাফিজের মতো তারকা ব্যাটসম্যানরাও রয়েছেন। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ॥ ১৭৪/৮, ২০ ওভার (ডি ভিলিয়ার্স ৪৬, স্মুটস ৪৫, কুরান ৩/৩৩)। ইংল্যান্ড ॥ ১৭১/৬, ২০ ওভার (রয় ৬৭, বেয়ারস্টো ৪৭, মরিস ২/১৮)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ ১-১এ চলমান।
×