ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়ার হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল মার্কিনদের ২১ রাজ্য

প্রকাশিত: ১৯:৩২, ২২ জুন ২০১৭

রাশিয়ার হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল মার্কিনদের ২১ রাজ্য

অনলাইন ডেস্ক ॥ সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ২১টি অঙ্গরাজ্যে রাশিয়ান হ্যাকাররা হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি। মার্কিন সংস্থা হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা সিনেট প্যানেলের শুনানির সময় এ তথ্য দেন। তবে কোন কোন অঙ্গরাজ্যে এমন তৎপরতা চলে তা তিনি জানাননি। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছে কিনা এনিয়ে তদন্ত করছে এমন একটি সিনেট প্যানেলের কাছে সাক্ষ্য দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা। জেনেট ম্যানফ্রা নামের সাইবার সিকিউরিটি বিভাগের সেই কর্মকর্তা বলেন, "এখন পর্যন্ত আমরা ২১টি রাজ্যের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থায় প্রমাণ পেয়েছি, যা আসলে তাদের লক্ষ্যবস্তু ছিল"। তবে ম্যানফ্রা এক প্রশ্নের জবাবে বলেন এই হ্যাকিংয়ে প্রকৃত ভোটের ব্যালট পরিবর্তিত হওয়ার কোন প্রমাণ নেই।
×