ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের প্রতি দলে খেলতে পারবে পাঁচ বিদেশি ক্রিকেটার

প্রকাশিত: ০১:০৩, ২৫ মে ২০১৭

বিপিএলের প্রতি দলে খেলতে পারবে পাঁচ বিদেশি ক্রিকেটার

অনলাইন রিপোর্টার ॥ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ নবেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠবে। ৪ নবেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। বিপিএলের পঞ্চম আসরে দল সংখ্যা সাত থেকে আটে দাঁড়াচ্ছে। দলের সংখ্যা বাড়ার সঙ্গে ভেন্যুর সংখ্যাও বাড়িয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার খেলা হবে সিলেটে। তবে নতুন তথ্য হলো বিপিএলের ম্যাচগুলোতে এবার পাঁচ বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। গত চার আসরে চার ক্রিকেটার ম্যাচে খেলতে পারতেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসমাইল হায়দার বলেন,আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনকরা হলে সবগুলো দলের জন্য যতো দেশি ক্রিকেটার দরকার, তা কিন্তু আমাদের নেই। এ জন্যই ফ্র্যাঞ্চাইজিরা আমাদের কাছে বিদেশি ক্রিকেটার বাড়ানোর আবেদন করেছে। এ টুর্নামেন্টে আন্তর্জাতিক মান আমরা বজায় রাখতে চাই। খেলোয়াড়দের ড্রাফট হবে আগামী ১৬ সেপ্টেম্বর। একেকটি দল আইকন ও এ-প্লাস ক্যাটাগরি থেকে চারজন খেলোয়াড় নিতে পারবে। প্রতিটি দল সর্বনিম্ন ১০ এবং সর্বোচ্চ ১৩ দেশি ক্রিকেটার নিতে পারবে। প্রত্যেকটা দল নিজেদের ইচ্ছেমতো বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে অন্তত দুজনকে অবশ্যই নিতে হবে।
×