ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জামিন পেয়ে অভিভাবকের ওপর উত্ত্যক্তকারীর হামলা

প্রকাশিত: ২১:৫৭, ১৯ মে ২০১৭

জামিন পেয়ে অভিভাবকের ওপর উত্ত্যক্তকারীর হামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে উত্যক্তের দায়ে সাজাপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়ে কলেজছাত্রীর বাবাকে কুপিয়ে আহতের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে মুজিবরকে প্রধান আসামি করে চিতলমারী থানায় এই মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চিতলমারী উপজেলার মইজোড়া গ্রামের দবির উদ্দিন শেখের কলেজ পড়ুয়া মেয়েকে একই গ্রামের মুজিবর শেখ নামে এক বখাটে যুবক উত্ত্যক্ত করত। দবির উদ্দিন প্রশাসনের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর গত ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুজিবরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। মুজিবর জামিনে বেরিয়ে এসে বৃহস্পতিবার দুপুরে ১৪-১৫ জনকে সঙ্গে নিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর পিতা দবির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিতলমারী হাসপাতাল থেকে খুলনা মেড্ক্যিাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পিটিয়ে তার ডান পা ভেঙে দিয়েছে এবং শরীরের বিভিন্নস্থানে জখম করেছে দুর্বৃত্তরা। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, এ হামলায় ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
×